জাতীয় লিগে আট মৌসুম পর চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ
সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা বিভাগ। দীর্ঘদিন পর আবার শিরোপা জিতেছে তারা। আজ বুধবার বিকেএসপিতে খুলনা বিভাগকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগ ষষ্ঠবার শিরোপা জিতেছে।
ঢাকার দেওয়া ৩৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনার ইনিংস গুটিয়ে যায় ১৯৯ রানে। অধিনায়ক তাইবুর রহমানের বোলিং তোপেই খুলনার ব্যাটিং ধস নামে। দ্বিতীয় ইনিংসে তাইবুর নিয়েছেন পাঁচ উইকেট। আর প্রথম ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন অলরাউন্ডার শুভাগত হোম। দ্বিতীয় ইনিংসে পান তিন উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা প্রথম ইনিংস : ৩৩৫, ঢাকা দ্বিতীয় ইনিংস : ৬৭.৫ ওভারে ২৫৬/৮ ডিক্লে. (মজিদ ৬১, রনি ৮৭, মাহিদুল ০, রকিবুল ১৬, তাইবুর ৩৭, শুভাগত ৩৩, নাদিফ ১১, সুমন ৬, নাজমুল ৩*; সৌম্য ৭-১-২৩-০, টিপু ২৬-৪-৭৭-১, নাহিদুল ১.৫-০-১৩-০, মিঠুন ২০.৫-২-৭৫-৭)।
খুলনা প্রথম ইনিংস : ২১৩, খুলনা দ্বিতীয় ইনিংস : ৯৮.১ ওভারে ১৯৯ (ইমরুল ৩, অমিত ২০, রবিউল ১৯, সৌম্য ০, মিঠুন ১৪, নাহিদুল ৪০, জিয়াউর ০, ইমরানুজ্জামান ৩২, মৃত্যুঞ্জয় ২৯, টিপু ৮*, আল আমিন ১৯; শুভাগত ৩৮-১০-৬৬-৩, নাজমুল ২৯-১০-৫৬-১, সুমন ৮-১-১৭-১, তাইবুর ১৭.১-৯-৪০-৫)।
ফল: ঢাকা বিভাগ ১৭৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শুভাগত হোম।