উরুগুয়ের কাছে পরাজয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বেও নিজেদের সেরা ছন্দে নেই সেলেসাওরা। গত ম্যাচের ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করার পর এবার উরুগুয়ের বিপক্ষে হারের তিক্ত অভিজ্ঞতা হলো ব্রাজিলের।
এই হারের ম্যাচে সুপারস্টার নেইমারের চোট ব্রাজিল শিবিরের জন্য বড় ধাক্কা। আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে ঘরের মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষ হাসি হেসেছে উরুগুয়ে। ব্রাজিলের বিপক্ষে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ২-০ গোলে। দুই অর্ধে একটি করে গোল করেন ডারউইন নুনেজ ও নিকোলাস ডি লা ক্রুজ।
উরুগুয়ের জন্য এমন জয় এক প্রকার ঐতিহাসিক। কারণ, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২২ বছর পর ব্রাজিলকে হারাতে সক্ষম হয়েছে তারা। প্রথমার্ধেই এক গোল হজম করে ব্রাজিল। ম্যাচের ৪২ মিনিটে ডারউইন নুনেজের ডাইভিং হেড গোলে এগিয়ে যায় প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। দুই মিনিট পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বল নিয়ে ড্রিবলিং করতে গিয়ে হাঁটুতে চোট পান নেইমার। ধারণা করা হচ্ছে, গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। লিগামেন্টের ক্ষতি হয়েছে কি না জানতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল এগিয়ে যেতে পারত। প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরানোর মতো পরিস্থিতি গোটা ম্যাচে কেবল একবারই তৈরি করতে পারে ব্রাজিল। ৬৯তম মিনিটে ২৫ গজ থেকে দূর থেকে ফ্রি-কিক নেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রদ্রিগো। তার শট ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসে। ৭৭ মিনিটে নুনেজের অ্যাসিস্টে তাদের আরও বড় ধাক্কা দেন নিকোলাস ডি লা ক্রুজ। বেশ কাছ থেকে জাল কাঁপান তিনি।
গত সপ্তাহে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট পেয়ে গোল ব্যবধানে দুইয়ে উঠেছে উরুগুয়ে।