ব্রাজিলের কোচ হওয়ার পথে এগিয়ে আনচেলত্তি

সময়টা ভীষণ খারাপ যাচ্ছে ব্রাজিলের। ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দলটিই অনিশ্চিত ২০২৬ বিশ্বকাপে। বাছাইপর্বে নিজেদের মেলে ধরতে পারছে না ৫ বারের বিশ্বসেরা দলটি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ দেখায় হেরেছে ৪-১ গোলে।
আর্জেন্টিনার কাছে হারার পর নড়েচড়ে বসেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রকে দায়িত্ব থেকে সরানোর কথা উঠেছে বেশ জোরেশোরে। সিবিএফ সেটি আমলে নিয়ে খুঁজছে নতুন কোচ। করা হয়েছে কয়েকজনের তালিকা। যেখানে এগিয়ে আছেন কার্লো আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তিকে এর আগেও প্রস্তাব দিয়েছিল ব্রাজিল। তখন ব্রাজিলের কোচ না হওয়া আনচেলত্তির পক্ষ থেকে এবার অবশ্য সরাসরি না আসেনি। গোল ডটকমে প্রকাশিত আজ বৃহস্পতিবারের (২৭ মার্চ) একটি প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের কোচ হওয়ার আগ্রহ আছে ৬২ বছর বয়সী আনচেলত্তির মাঝে।
মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি ২০২৬ পর্যন্ত। গুঞ্জন আছে, ইতালিয়ান এই তারকা কোচকে চলতি মৌসুম শেষে ছেড়ে দিতে পারে মাদ্রিদ। ক্লাবকে লা লিগা অথবা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে না পারলে মাদ্রিদ ঝুঁকবে নতুন কোচের দিকে। সেটি হলেও জুনের আগে নয়। ব্রাজিলকে তাই অপেক্ষা করতে হবে অন্তত জুলাই পর্যন্ত।
আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তি না হলে তালিকায় এরপর আছেন ফেলিপে লুইজ। সাবেক ব্রাজিলিয়ান তারকা লুইজ বর্তমানে নিজ দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোর প্রধান কোচের দায়িত্বে আছেন।