মাহমুদউল্লাহ সেঞ্চুরি উৎসর্গ করলেন ভক্তদের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাহাড়সম রান তাড়ায় নেমে একাই লড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেঞ্চুরি হাঁকিয়েও দলকে হার থেকে রক্ষা করতে পারেননি। তবে, বিশ্বকাপের মঞ্চে নিজের তৃতীয় সেঞ্চুরিটা তুলে নিয়েছেন তিনি। দলের কঠিন সময়ে এমন শতক রিয়াদ উৎসর্গ করলেন ভক্ত-সমর্থকদের।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ হারের প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘হারতে তো কারও ভালো লাগে না। আমরা এমন পারফরম্যান্সে হতাশ। উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। তবে, আমরা দ্রুত উইকেট হারিয়ে ফেলি। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো ব্যাটিং করেছে। তবে, ৩২০-৩৩০ হলে তা তাড়া করা সম্ভব ছিল।’
চলতি বিশ্বকাপে রিয়াদের সেঞ্চুরিটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি। সেঞ্চুরির পর নিজের উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবারের পাশাপাশি গত তিন মাসে যারা আমাকে সার্পোট করেছে, যারা দোয়া করেছেন, তাদেরকে এই শতক আমি উৎসর্গ করেছি। আমার কাজটা যদি আমি সততা দিয়ে করতে পারি, তাহলে সেটাই দলের জন্য বেশি কার্যকরী হবে। যারা আমার ওই সময়ে সাপোর্ট করছেন আপনাদের (গণমাধ্যমকর্মী) মধ্যে তাদের অনেক ধন্যবাদ। বাংলাদেশে জন্য খেলাটা সত্যিই গর্বের।’