পাকিস্তানের বিপক্ষে নারীদের ওয়ানডে সিরিজের দল ঘোষণা
পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি টি-টোয়েন্টি সিরিজ কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শেষ ম্যাচে হারলেও তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। এবার মিশন ওয়ানডে সিরিজ। আগামী ৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশি ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (৩০অক্টোবর) বিসিবির মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে বিষয়টি।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন ১৬ জন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তিনজনকে। ১৬ জনের দলে থাকা সুলতানা খাতুনের খেলা নির্ভর করবে তার চোট থেকে সেরে ওঠার ওপর।
ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে এসেছিল ভারত। উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল সেই সিরিজটিও। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে জ্যোতি-মারুফারা। শেষ ম্যাচটি নাটকীয়ভাবে টাই হয়েছিল।
পাকিস্তানের সঙ্গে তাই জ্যোতিদের লক্ষ্য সিরিজ নিজেদের করে নেওয়া। সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৪, ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মুস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার, সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই : সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।