রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর, দেখা যাবে কখন-কোথায়?
ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কারের অন্যতম ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে। প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে বাংলাদেশ সময় সোমবার (৩০ অক্টোবর) রাত ২টায় ঘোষণা করা হবে ২০২৩ ব্যালন ডি’অর জয়ীর নাম। লিওনেল মেসির অষ্টম নাকি আর্লিং হলান্ডের প্রথম? কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর? সেই উত্তরের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে অনুষ্ঠানটি। যেখানে উপস্থাপক হিসেবে দেখা যাবে একসময়ের তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবাকে। প্রতিবারের মতো এবারও প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি। বাংলাদেশ সময় রাত ১২টা থেকেই রেড কার্পেটে উপস্থিত হতে শুরু করবেন ফুটবলাররা। এরপর থেকে চলবে অনুষ্ঠান। থাকবে অন্যান্য সব পুরস্কারের ঘোষণা।
এদিন নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ খেলোয়াড়দের কেপা ট্রফি এবং গোলরক্ষকদের জন্য থাকবে লেভ ইয়াসিন ট্রফি। এছাড়া সেরা স্ট্রাইকার এবং মাঠের বাইরের অবদানের জন্য থাকবে সক্রেটিস ট্রফি। অনুষ্ঠান দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও দেখা যাবে সনি লিভ প্লাটফর্মে। এর বাইরে লেকিপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ব্যালন ডি’ অরের পুরো অনুষ্ঠান।
এবার ব্যালন পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। সাত দশকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এটি বিবেচনায় আনা হচ্ছে। আগে বার্ষিক পারফরমেন্সের ওপর পুরস্কার ঘোষণা করা হতো। যেখানে সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। আর সেটাতেই বাকিদের পেছনে ফেলে দিয়েছেন এই আর্জেন্টাইন।
মেসির ব্যালন ডি’অরের বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। তিনি গত মৌসুমে ট্রেবল জিতেছেন। গোল করেছেন ৫২টি। তারপরও বিশ্বকাপ জেতায় মেসিই যে ব্যালন ডি’অরের ফেবারিট ওই কথা স্বীকার করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা।