সেঞ্চুরিতে বিদায়ী সিরিজ শুরু ওয়ার্নারের, দিলেন সমালোচনার জবাব
শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার পার্থে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিনে ব্যাট করছে অসিরা। অসি ওপেনার ডেভিড ওয়ার্নার আগেই জানিয়েছিলেন, এই সিরিজ দিয়ে ইতি টানবেন টেস্ট ক্যারিয়ারের। শেষ সিরিজের শুরুটা সেঞ্চুরিতে রাঙালেন ওয়ার্নার। শতরান ছাড়িয়ে এখনও অপরাজিত আছেন ওয়ার্নার। তার ব্যাটে প্রথম ইনিংসে অসিরাও ছুটছে বড় সংগ্রহের দিকে।
সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনায় ওয়ার্নার। বিশেষত, সাবেক অসি তারকা মিচেল জনসনের সঙ্গে কথার লড়াইয়ে মেতেছিলেন। এতে তার সমালোচনা করেন সাবেক অনেক অসি তারকা। যদিও, ম্যাচ শুরুর আগে ওয়ার্নার জানিয়েছিলেন, বাইরের কথায় কান দিতে চান না তিনি। নিজেকে মাঠেই আরেকবার প্রমাণ করবেন।
নিজের কথার প্রতিফলন ঘটাচ্ছেন পার্থে। পাকিস্তানি বোলারদের নাস্তানাবুদ করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম শতক। ওপেনিং জুটিতে উসমান খাজাকে নিয়ে তোলেন ১২৬ রান।
প্রসঙ্গত, ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে অভিযুক্ত হয়েছিলেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। যা স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নামে পরিচিত। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। এমন কেলেঙ্কারিতে যুক্ত থাকার পরও কেন ওয়ার্নারকে নায়কের বেশে বিদায় দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন জনসন। তা নিয়ে জমে ওঠে সাবেক দুই সতীর্থের কথার লড়াই।