সময় হলে যুবদলকে টাকা দেবে বিসিবি : পাপন
সম্প্রতি এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে যুবারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে পুরো আসরে ছিল অপরাজিত। শিরোপা জয়ের পর রাব্বি-শিবলিরা দেশে ফিরেছেন গতকাল সোমবার (১৮ ডিসেম্বর)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে আজ মঙ্গলবার নৈশভোজে গেছেন এশিয়া কাপজয়ী দলের সদস্যরা।
বাংলাদেশ জাতীয় দলের ক্ষেত্রে দেখা যায়, একটু ভালো কিছু হলেই বোনাস ঘোষণা করে বিসিবি। তবে, এশিয়া কাপজয়ী দলের বেলায় আগের থেকে সম্পূর্ণ বিপরীত ক্রিকেট বোর্ড।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বোনাসের ব্যাপারে তিনি জানান, এই মুহূর্তে যুবাদের কোনো টাকা দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘ওদের ব্যাপারে আমি টোটালি ভিন্ন। এটা এখন হয়তো অনেকে পছন্দ করবে না। ওদের ভালোর জন্যই বলছি। ওরা সবে শুরু করেছে। এখন শুধু খেলায় মনযোগ দেওয়া উচিত। ওরা শিখছে, শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়টায় ওদের মাথায় টাকা-পয়সার কোনো চিন্তাই আসা উচিত না। যখন সময় হবে, বিসিবি তাদের দেখবে। কোনো সমস্যা নেই।’
এর আগে বোনাসের ব্যাপারে আজ এনটিভি অনলাইনকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, ‘ওই রকম কোনো চাহিদা নেই। বোর্ড থেকে যা বলবে তাতেই আমরা খুশি। আমরা যদি বিশ্বকাপে ভালো কিছু করতে পারি তখনকার জন্য আবদার তুলে রাখলাম। এখন বোর্ড থেকে কিছু দিলে দেবে, নয়তো নিজেরা মুখ ফুটে কিছু চাইব না।’