ম্যানইউ’র ২৫ শতাংশের মালিক হলেন ব্রিটিশ ধনকুবের র্যাটক্লিফ
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল ২০১৩ সালে। এরপর ১০ বছর পেরিয়ে গেলেও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি দলটি। এমনকি গত ছয় বছরে জিতেছে মাত্র একটি শিরোপা। দলের এমন দুঃসময়ে ক্লাবটির মালিকানার ২৫ শতাংশ কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের র্যাটক্লিফ।
প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার আটে আছে রেড ডেভিলরা। মাঠে বাজে ফলের জন্য সমর্থকদের বড় একটা অংশ দায় চাপিয়েছে মার্কিন মালিকদের। এসব ঘটনার জের ধরেই মূলত ক্লাবের মালিকানা হস্তান্তরে উদ্যোগী হয় গ্লেজার্স পরিবার। প্রায় দীর্ঘ ১৩ মাস চেষ্টার পর অবশেষে ম্যানইউ’র মালিকানা পেলেন র্যাটক্লিফ।
গতকাল রোববার (২৪ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে ম্যানইউ। ২৫ শতাংশ শেয়ার কিনে নিতে র্যাটক্লিকের খরচ হয়েছে ১২৫ কোটি পাউন্ড। র্যাটক্লিফ অবশ্য পুরো শেয়ারই কিনতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান মালিক গ্লেজার পরিবার বিশাল দাম হাঁকায় তিনি সরে আসেন।
ইউনাইটেডের শেয়ার কিনে এক বিবৃতিতে র্যাটক্লিফ বলেন, 'আমরা লম্বা সময়ের জন্য এখানে এসেছি। আমরা কঠোর পরিশ্রম করে আগামীর চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত হবো। ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
এছাড়া চুক্তির অংশ হিসেবে আগামীতে ওল্ড ট্রাফোর্ডে ২৩ কোটি ৬০ লাখ পাউন্ড বিনিয়োগ করবেন র্যাটক্লিফ। যার ফলে ক্লাবটির পরিচালনার ভার থাকবে তার প্রতিষ্ঠান ইনেওস গ্রুপের হাতে। ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে ইউনাইটেডের মালিকানা কিনেছিল যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার।