ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ফারজানা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করে নিগার সুলতানার দল। বাংলাদেশ সিরিজ জিততে না পারলেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ব্যাটার ফারজানা হক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ফারজানা। ১০২ রানের সেই ইনিংসে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা স্থানে উঠেছেন তিনি। দুই ধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৩ নম্বরে।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করে আইসিসি। মেয়েদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনও ব্যাটার এর আগে এত ওপরে উঠতে পারেনি। ফারজানা ছাড়া আর কেউ কখনও থাকতে পারেননি সেরা বিশেও। ফারজানার রেটিং এখন ৫৮৫।
এক ধাপ পিছিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। ৩০তম স্থানে আছেন তিনি। রুমানা আহমেদ ৫০ এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন। এই সিরিজে দারুণ পারফরম্যান্স করে এগিয়েছেন বাংলাদেশের বোলার রাবেয়া খানও। ৩৪৪ রেটিং পয়েন্ট নিয়ে চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন এই লেগ স্পিনার।
দুই বিভাগেই এগিয়েছেন অলরাউন্ডার রিতু মনি। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে। আর বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০তম স্থানে উঠেছেন তিনি। এক ধাপ পিছিয়ে সালমা খাতুন আছেন ২২ নম্বরে।
সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকান ব্যাটার তাজমিন ব্রিটস ৩২ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। সেই ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান লরা ভলভার্ট আগের মতোই ৪ নম্বরে আছেন। শেষ দুই ম্যাচে ৫০ ও ১১৮ রান করা আনিকা বোশ ৭১ ধাপ এগিয়ে উঠেছেন ৭০ নম্বরে।