বিসিবি কর্তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে, লজ্জাজনক বললেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথেই হুট করে আলোচনায় বিসিবির দুই শীর্ষ কর্তা ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। ঢাকায় আসরের প্রথম পর্ব চলাকালেই ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন সভাপতি ফারুক আহমেদ। এমন ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন।
আজ সোমবার (৬ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘তারা (ফাহিম ও ফারুক) দুইজনই সাবেক ক্রিকেটার। তাদের কেন মনোমালিন্য হবে। তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্য আসছে। তারা যখন দায়িত্ব নেয় তখন তো অনেক আশ্বাস দিয়েছে। তবে, সেভাবে কিন্তু কিছুই হচ্ছে না। এত অল্প পরিচালক দিয়ে বোর্ড চালানো ফারুক ভাইয়ের জন্য কঠিন। তাদের এমন কর্মকান্ড আমাদের জন্য লজ্জাজনক।’
সুজন আরও যোগ করেন, ‘সংসারে তো অশান্তি আছে, তাই বলে কেন এটা প্রকাশ্যে আসবে। ফাহিম ভাই এতো বিচক্ষণ মানুষ, তিনি কেন এটা প্রকাশ্যে আনবেন। যদি তার কোনো ইস্যুতে সমস্যা হয়, তাহলে তিনি একান্তে ফারুক ভাইয়ের সাথে আলোচনা করতে পারত। এখন তো বিষয়টা পুরো বাংলাদেশ জানে, যেটা কাম্য নয়।’
এর আগে, রোববার সন্ধ্যায় এই বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি ছিল… তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি… তবে একটা প্রতিষ্ঠানের ভেতর মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। তবে সংবাদমাধ্যমে এগুলো চলে এলে তা দোষের আমি মনে করি। আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত।'