শরিফুল-মেহেদির দাপটে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের সামনে সুযোগ সেই ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়ার। সেই লক্ষ্যে বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। শরিফুল-মেহেদিদের বোলিং দাপটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কিউইরা।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ওভারেই হারায় ওপেনার টিম সেইফার্টকে। ইনিংসের চতুর্থ বলে টিম সেইফার্টকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান মেহেদি। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
এর পরের ওভারেই আক্রমণে আসেন পেসার শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে ফেরান এই পেসার। এক বল পরেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন গ্লেন ফিলিপস। সবমিলিয়ে মাত্র এক রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নিউজিল্যান্ড।
অবশ্য মাঝে ড্যারিল মিচেল ১৫ বলে ১৪ রান করে চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি। দলীয় ২০ রানে শেখ মেহেদির বলে বোল্ড হয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। তার বিদায়ের পর মার্ক চাপম্যান-জেমি নিশাম জুটিতে ভর করে কিছুদূর এগোয় কিউইরা। এবার উইকেটের তালিকায় নিজের নাম লেখান লেগ স্পিনার রিশাদ হোসেন। দলীয় ৫০ রানের মাথায় মার্ক চ্যাপম্যানকে ফেরান রিশাদ। আউটের আগে ১৯ বলে ১৯ রান করেন চাপম্যান। সবমিলিয়ে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা।