ছেলেদের এভাবে খেলতে দেখাটা উপভোগ্য : নিক পোথাস
আত্মবিশ্বাস, সাহস ও দলগত পারফরম্যান্সের সম্মিলনে বাংলাদেশ হয়ে উঠেছে অনবদ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ পেল অধরা জয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একের পর এক অসাধ্য সাধন করছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। শুরু থেকে শেষ অবধি একবারের জন্যও মনে হয়নি হাল ছেড়েছে তারা।
এবার বাংলাদেশের চোখ দ্বিতীয় টি-টোয়েন্টিতে। যে ম্যাচ জিতলে নিশ্চিত হবে সিরিজ। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও জয় পানে শান্ত-মুস্তাফিজরা। ফরম্যাট ভিন্ন হলেও রঙিন পোশাকে কিউইদের বিপক্ষে টানা দুই জয় চাট্টিখানি কথা নয়। তা-ও আবার তাদের মাটিতে। সবমিলিয়ে শান্ত-সৌম্যদের আত্মবিশ্বাসের পারদ বেশ উঁচুতে।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল শুক্রবার (২৯ ডিসেম্বর)। লক্ষ্য এবার সিরিজ জয়। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচটি শুরু হবে কাল বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুইয়ে আজ পৌঁছেছে বাংলাদেশ দল। সে কারণে অনুশীলনের সুযোগ নেই। বিশ্রাম দেওয়া হয়েছে দলকে। জয়ের ধারাবাহিকতায় থাকা বাংলাদেশের জন্য তাতে সমস্যা হওয়ার কথা নয়। বরং, একদিনের বিশ্রাম দলকে সাহায্য করবে মানসিকভাবে নিজেদের চাঙা করতে। তা ছাড়া, ছেলেরা যেভাবে খেলছে সেটি বেশ উপভোগ করছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঠানো এক ভিডিওবার্তায় পোথাস বলেন, ‘বাংলাদেশ দল মানসিকভাবে অনেক এগিয়ে আছে। দলের সবাই দারুণ উদ্যমী। নিউজিল্যান্ডে বিপক্ষে তাদের দেশে খেলাটা খুব চ্যালেঞ্জিং। আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না। বরং, উপভোগ করছি।’
পোথাস আরও বলেন, ‘নিজেদের দিনে নিউজিল্যান্ড কতটা শক্তিশালী, তা সবাই জানে। যদিও, ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আমাদের ছেলেরা যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলছে, সেটি বেশ উপভোগ্য।’