সেইফার্টকে ফিরিয়ে জুটি ভাঙলেন সাকিব
প্রথমবারের মত নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ হারানোর সুযোগ বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুইতে সেই সুযোগ লুফে নিতে মাঠে নেমেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সেইফার্ট-মিচেলদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে দারুণ শুরু করে কিউইরা। তবে, তানজিম সাকিবের কল্যাণে সেইফার্টকে ফিরিয়ে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় শরিফুলের বলে তুলে মারতে গিয়ে রিশাদের হাতে ধরা পড়েন অ্যালেন। দুই বলে পাঁচ রান আসে তার ব্যাট থেকে। অ্যালেনের বিদায়ের পরই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকে টিম সেইফার্ট।
তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারে স্কোরবোর্ডে এক উইকেট হারিয়ে ৫৪ রান তোলে স্বাগতিকরা। এরপর দলীয় ৫৮ রানে সেইফার্টকে ফেরান সাকিব। আউটের আগে করেন ২৩ বলে ৪৩ রান। তার বিদায়ে ভাঙে মিচেলের সঙ্গে ৩৬ বলে ৪৯ রানের জুটি।
এর আগে, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই ওপেনার লিটন দাস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কিউইরা।