মিচেল-সেইফার্টকে ফিরিয়ে মেহেদীর জোড়া সাফল্য
তৃতীয় টি-টোয়েন্টিতে ১১১ রানের স্বল্প পুঁজি তাড়ায় নেমে প্রথম ওভারে দারুণ শুরু করলেও জোড়া ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ওপেনার টিম সেইফার্ট ও পরবর্তীতে ড্যারিল মিচেলকে ফিরিয়ে বাংলাদেশকে জোড়া সাফল্যের আনন্দে ভাসালেন স্পিনার শেখ মেহেদী।
আজ রোববার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে বোলিং আক্রমণে আসেন তানভীর ইসলাম। প্রথম ওভারে ১২ রান তুলে উড়ন্ত শুরুর ইঙ্গিত দেয় কিউইরা। তবে দ্বিতীয় ওভারেই শেখ মেহেদীর বলে কিছুটা এগিয়ে এসে মারার চেষ্টা করেন সেইফার্ট। তবে বল ব্যাটে না লাগায় স্ট্যাম্পিং করতে ভুল করেননি রনি তালুকদার। আউটের আগে সেইফার্ট করেন তিন বলে এক রান।
এরপর ইনিংসের চতুর্থ ওভারে ফের আক্রমণে আসেন মেহেদী। এবার ফেরান মিচেলকে। দলীয় ২৬ রানের মাথায় তার বলে মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন মিচেল। পাঁচ বল খেললেও এক রানের বেশি করতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১৯.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১০ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৭ রান করেন অধিনায়ক শান্ত। কিউইদের হয়ে একাই চার উইকেট নেন স্যান্টনার।