বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি
মাত্র ১১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হোঁচট খেলেও স্যান্টনার-নিশাম জুটিতে চাপ সামলে জয়ের পথে নিউজিল্যান্ড। তবে বেরসিক বৃষ্টি কিউইদের সেই অপেক্ষা বাড়িয়েছে। জয় থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে হানা দিয়েছে বৃষ্টি।
আজ রোববার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম ওভারে দারুণ শুরু করলেও জোড়ায় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ওপেনার টিম সেইফার্ট ও পরবর্তীতে ড্যারিল মিচেলকে ফিরিয়ে বাংলাদেশকে জোড়া সাফল্যের আনন্দে ভাসালেন স্পিনার শেখ মেহেদী।
আজ রোববার (৩১ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওভারে বোলিং আক্রমণে আসেন তানভীর ইসলাম। সেই ওভারে ১২ রান তুলে উড়ন্ত শুরুর ইঙ্গিত দেয় কিউইরা। তবে, দ্বিতীয় ওভারেই শেখ মেহেদীর বলে কিছুটা এগিয়ে এসে মারার চেষ্টা করেন সেইফার্ট। বল ব্যাটে না লাগায় স্ট্যাম্পিং করতে ভুল করেননি রনি তালুকদার। আউটের আগে সেইফার্ট করেন তিন বলে এক রান।
এরপর ইনিংসের চতুর্থ ওভারে ফের আক্রমণে আসেন মেহেদী। এবার ফেরান অভিজ্ঞ মিচেলকে। দলীয় ২৬ রানের মাথায় মেহেদীর বলে মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন মিচেল। পাঁচ বল খেললেও এক রানের বেশি করতে পারেননি এই ডানহাতি ব্যাটার।
মেহেদীর পর উইকেটের খাতায় নাম লেখান শরিফুল ইসলাম। দলীয় ৩০ রানের মাথায় তার ভেতরে ঢোকানো দ্রুতগতির বলে বোল্ড গ্লেন ফিলিপস। আক্রমণাত্মক ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন শরিফুল। এরপর দলীয় ৪৯ রানের মাথায় ভয়ঙ্কর হয়ে ওঠা ফিন অ্যালেনকে বোল্ড করে কিউইদের বড় ধাক্কা দেয় শরিফুল। মাঝে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন মার্ক চাপম্যান।
দলীয় ১৪.৪ ওভারে বৃষ্টি নামলেও ভালো অবস্থানে আছে কিউইরা। জেমি নিশাম ২৮ ও স্যান্টনার ১৮ রানে অপরাজিত আছেন।