নতুন বছরে ক্রিকেটে এগিয়ে যাওয়ার প্রত্যাশা বাংলাদেশের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/01/bcb.jpg)
বাংলাদেশের ক্রিকেটে ২০২৩ সালটা ছিল স্মরণীয়। ঘটন-অঘটন, আলোচনা-সমালোচনা ছাপিয়ে বিদায়ী বছরে দারুণ করেছেন বাংলাদেশেরি ক্রিকেটাররা। বিশ্বকাপ ব্যর্থতা বাদ দিলে পুরুষ জাতীয় দলের বছর সার্বিকভাবে খারাপ যায়নি। মেয়েরাও গড়েছে ইতিহাস। হারিয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে। বছরের শেষ দিকে বাংলাদেশকে এশিয়া কাপ এনে দিয়েছে যুব দল।
২৩-কে বিদায় জানিয়ে ক্যালেন্ডারের পাতায় এখন ২০২৪। নতুন বছরেও ব্যস্ত সূচি ক্রিকেটে। আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে শুরু হবে দেশের ক্রিকেটের ব্যস্ততা। আছে পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছরের শেষাংশে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
নতুন বছর উপলক্ষে দেশের ক্রিকেটকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে গত বছরের টুকরো টুকরো কিছু স্মৃতি নিয়ে একটি ছবি তৈরি করে বিসিবি।
ছবির ক্যাপশনে বিসিবি লেখে, ’হ্যাপি নিউ ইয়ার। ২০২৩ এর বিজয় উদযাপন করছি আমরা। আরও অনেক বেশি অর্জন নিয়ে আসবে ২০২৪, এমনটিই প্রত্যাশা।’