ভারতকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
টেস্ট সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হলো না ভারতের নারী ক্রিকেটারদের। টানা তিন ম্যাচে হারের মুখ দেখলেন হারমানপ্রীতরা। শুধু সিরিজ হাতছাড়া হওয়াই নয়, সেই সঙ্গে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হলো স্বাগতিকদের।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ৩২.৪ ওভারেই ১৪৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারত। ১৯০ রানের বিশাল জয়ে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ নেয় অজিরা।
৩৩৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। শুরুতেই সাজঘরে ফেরেন যশতিকা ভাটিয়া। মাত্র ছয় রান আসে তার ব্যাট থেকে। এরপর অভিজ্ঞ ব্যাটার স্মৃতি মান্ধানা ভালো শুরুর বার্তা দিলেও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২৯ রান করে সাজঘরের পথ ধরেন স্মৃতি। এরপর অজি বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৩২.৪ ওভারের মধ্যে ১৪৮ রানে গুটিয়ে যায় ভারত।
এর আগে, ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার পোয়েবি লিচফিল্ড এবং অ্যালিসা হিলি। এই দুইজনের ১৮৯ রানের বিশাল জুটিতে বড় সংগ্রহের ভিত পায় অজিরা। ৮৫ বলে ৮২ রান করে আউট হন অ্যালিসা হিলি। তিনি আউট হলেও লিচফিল্ড সেঞ্চুরি পূরণ করেন। ১২৫ বলে ১১৯ রান করে আউট হন তিনি। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই সেভাবে বড় রান করতে পারেনি। দুজনের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে অজিরা।