বরখাস্ত হলেন ব্রাজিলের কোচ দিনিজ
ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বেহাল দশার ফলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন খবরই গতকাল শনিবার (৬ জানুয়ারি) প্রকাশ করেছে এএফপি।
কাতার বিশ্বকাপে ব্রাজিল প্রত্যাশা মেটাতে পারেনি। বিশ্বকাপের পর মিশন ২০২৬ বিশ্বকাপ। কিন্তু, বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা নাজুক। ১০ দলের মধ্যে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ। শেষ পাঁচ ম্যাচে জয় কেবল একটিতে। কোচ হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন দিনিজ। ফলে হারাতে হলো চাকরি।
গত বছর জুলাইয়ে দিনিজকে দায়িত্ব দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। ব্রাজিলের আশা ছিল ক্লাব মৌসুম শেষে আগামী জুনে দলটির কোচ হিসেবে যোগ দেবেন কার্লো আনচেলত্তি। কিন্তু, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করে সেই আশা শেষ করে দিলেন আনচেলত্তি।
ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে শোনা যাচ্ছে সাও পাওলোর কোচ ডোরিভালের নাম। তবে, এখনও কিছুই নিশ্চিত নয়। সাও পাওলো তাকে ছাড়বে না। ছাড়লেও দিতে হবে বড় অর্থ। ব্রাজিল কোচের হট চেয়ারে তাই কে বসেন, সেটি আপাতত অনিশ্চিত।