নতুন দায়িত্ব ঠিকভাবে পালনের অঙ্গীকার নাজমুল হাসানের
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। আর এই সংসদে নির্বাচিত হয়েই প্রথমবারের মতো মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। সেই ডাকটি আসে মন্ত্রী হতে।
মন্ত্রী হিসেবে বঙ্গভবনে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিলেন নাজমুল হাসান। প্রথমবার পূর্ণ মন্ত্রীত্ব পেয়েছেন, স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। বঙ্গভবনে প্রবেশের সময় চোখেমুখে আনন্দের আভা যেন ছড়িয়ে পড়ছিল। নবনিযুক্ত মন্ত্রী শপথ নেওয়ার আগে প্রকাশ করলেন নিজের অনুভূতি। তখনও জানানো হয়নি, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব।
নাজমুল হাসান বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। প্রধানমন্ত্রী একটা নতুন দায়িত্ব দিয়েছেন। যদিও জানি না পোর্টফোলিওটা (কোন মন্ত্রনালয়) কী! যেটাই হোক চেষ্টা করব ঠিকভাবে পালন করার। যেহেতু, আমার জন্য বিষয়টি একেবারে নতুন।’
২০০৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে কিশোরগঞ্জ-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে পাপন আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের দুই মেয়াদেও এই আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন তিনি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন।