বিশ্বকাপের স্বপ্ন নিয়ে ফ্রেমবন্দি ১৬ অধিনায়ক
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের ১৫তম আসরটি বসছে দক্ষিণ আফ্রিকায়। ১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে গ্রুপপর্বে। বিশ্বকাপ শুরুর আগে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ট্রফি নিয়ে হয়ে গেল অধিনায়কদের ফটোসেশন। চোখে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে আইসিসির ফ্রেমে আবদ্ধ হলেন আগামীর তারকারা।
বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। রাব্বি-শিবলিদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।
ফটোসেশন অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তার নেতৃত্বে কদিন আগে এশিয়া নিজেদের করে নিয়েছে যুবারা। বিশ্বকাপ নিয়ে স্বপ্নটাও তাই অনেক বড়।
রাব্বি বলেন, আমার মনে হয় বিশ্বকাপের আগে আজকের অনুষ্ঠানটা চমৎকার এক অভিজ্ঞতা। সব দলের অধিনায়ক একসঙ্গে। হঠাৎ করেই মনের মধে্য অন্যরকম এক অনুভূতি কাজ করেছে। গর্বিত বোধ যেমন হচ্ছে, তেমনি মনে হচ্ছে দায়িত্বও বেড়ে গিয়েছে।’
যুব বিশ্বকাপের শুভেচ্ছাদূত দক্ষিণ আফ্রিকান তারকা এনরিখ নরকিয়া। তিনি বলেন, ’একঝাঁক তরুণ তারকার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা দুর্দান্ত। সবার চোখে বিশ্বজয়ের স্বপ্ন। বিশ্বকাপের মতো ইভেন্টে নিজের দেশকে নেতৃত্ব দিচ্ছে। সবার মধ্যেই এক ধরণের উন্মাদনা কাজ করছে।’