যুব বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ
এক বছরেরও কম সময়ে আইসিসির তিনটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। দুই ম্যাচেই শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়া। বড়দের আসরগুলোতে আক্ষেপ সঙ্গী করা ভারতের যুবারা কি পারবে প্রতিশোধ নিতে?
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ভারতের যুবারা মোকাবিলা করবে অসি যুবাদের। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
যুব বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এবার নিয়ে টানা চারবার ফাইনাল খেলছে কোহলি-রোহিতদের উত্তরসূরিরা। আগের তিন ফাইনালের দুটিতেই শিরোপা ঘরে তুলেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২০ সালের ফাইনালে হেরেছিল আকবর আলির বাংলাদেশের কাছে।
অন্যদিকে, যুব বিশ্বকাপের শিরোপা অসিদের ঘরে গিয়েছে তিনবার। সর্বশেষ শিরোপা জিতেছে ১৪ বছর আগে, ২০১০ সালে। ২০১৮-তে ফাইনালে উঠেও হার মানতে হয় ভারতের কাছেই। কাকতালীয় ব্যাপার, উভয় দলের জন্যই এক অলিখিত প্রতিশোধের মঞ্চ হয়ে উঠেছে এটি। ভারতের লক্ষ্য বড়দের হারের বদলা নেওয়া। অসিদের সামনে সরাসরি নিজেদের ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ।
চলতি আসরে এখন পর্যন্ত দুই দলই ফাইনালে উঠেছে অপরাজিত থেকে। দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে দর্শকদের অপেক্ষায় রেখেছে জমজমাট এক ফাইনালের। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী উভয় দলের অধিনায়ক।
ভারত অধিনায়ক উদয় সাহারান বলেন, ‘আমরা এটিকে অন্য ম্যাচগুলোর মতোই দেখছি। হ্যাঁ, এটি ফাইনাল। এখন আমাদের সামনে যারাই থাকুক প্রতিপক্ষ হিসেবে, দল হিসেবে যেভাবে খেলে এসেছি, একই উদ্যম নিয়ে খেলব। আমরা শিরোপা জিততেই এসেছি।’
অস্ট্রেলিয়া অধিনায়ক হিউ ওয়েবেন বলেন, ‘লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। এরকম ম্যাচ আপনার দলকে চাপে ফেলবে। তবে, এমন চাপ অতিক্রম করার সক্ষমতা আমাদের আছে। আশাকরি এই মনোভাব ফাইনাল ম্যাচে আমাদের সাহায্য করবে।’