যুক্তরাষ্ট্রকে সমীহ করেই কাল মাঠে নামছে বাংলাদেশ
যুব বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। কদিন আগেই এশিয়া কাপ জেতা বাংলার যুবাদের নিয়ে ডালপালা মেলেছে স্বপ্ন। যুব বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, আয়ারল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে কক্ষপথে ফিরেছেন রাব্বি-শিবলিরা। চোখ এখন কোয়ার্টার ফাইনালে।
সেই লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলার যুবারা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের বর্তমান ফর্ম বিবেচেনায় যুক্তরাষ্ট্র বড় কোনো হুমকি নয় যুবাদের জন্য। শক্তি-সামর্থ্যে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। তা ছাড়া, আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে যুক্তরাষ্ট্র। গড়তে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা। তবে, বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি হালকাভাবে দেখছেন না প্রতিপক্ষকে।
ম্যাচের আগে এক ভিডিওবার্তায় আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাব্বি বলেন, ‘যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলে। ওদের হালকাভাবে দেখার কিছু নেই। আমরা ওদের সমীহ করছি। কীভাবে নিজেদের খেলায় উন্নতি করা যায় সেটি ভাবছি।’
দলের সবাই ভালো খেললেও উন্নতির আরও অনেক জায়গা রয়েছে বলে মনে করেন রাব্বি। সেটিই যেন ভিডিওবার্তায় সতীর্থদের মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি বলেন, ’সবাই ভালো খেলছে। তবে, আরও উন্নতি করতে হবে। ২০/৩০ রানের ইনিংসগুলোকে বড় করার চেষ্টা করতে হবে। বোলিং ও ফিল্ডিংয়েওিআরও উন্নতি করা প্রয়োজন।’