শুক্রবার থেকে শুরু হচ্ছে যুব বিশ্বকাপ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে বলা হয় আগামীর তারকা তৈরির মঞ্চ। সময়ের ব্যবধানে এখান থেকেই উঠে এসেছেন বিরাট কোহলি, বাবর আজম, সাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীদেরও চোখ থাকে যুব বিশ্বকাপে। আরেকটি যুব বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ১৫তম আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।
ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ও যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। একই দিন পচেস্ট্রমের সেনওয়েস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের যুবারা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
১৬ দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে গ্রুপপর্বে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে খেলবে শক্তিশালি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ‘ডি’ গ্রুপে লড়বে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল।
বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী শনিবার (২০ জানুয়ারি), বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ২০২০ সালে আকবর আলীর নেতেৃত্বে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। এবারও বাংলাদেশকে ঘিরে স্বপ্ন বাসা বেধেছে। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে কদিন আগে যুব এশিয়া জিতেছে বাংলাদেশ। তাই, যুবাদের নিয়ে স্বপ্নটাও বড়।
১৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবাদের বিশ্বকাপ। আসরে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।