শোয়েবের নতুন সঙ্গী : কে এই সানা জাবেদ?
শোয়েব মালিক ও সানিয়া মির্জার সংসারে ভাঙ্গনের সুর—দীর্ঘদিন ধরেই চলছিল এই গুঞ্জন। এর মধ্যেই নতুন খবর দিলেন শোয়েব। ফের বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি তারকা। সানিয়ার হাত ছেড়ে ধরেছেন সানার হাত।
হ্যাঁ ঠিকই শুনেছেন। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন বিয়ে করেছেন শোয়েব। তার নতুন জীবন সঙ্গীর নাম সানা জাবেদ।
আজ শনিবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শোয়েব ও সানা। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
বাংলাদেশ সফরে আসা শোয়েব এই পোস্ট দেওয়ার পরপরই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিয় জুটির সংসার ভাঙ্গন নিয়ে দুঃখ পেয়েছেন ভক্তরাও। কেউ অভিনন্দন জানালেও মন্তব্যের ঘরে বেশিরভাগই করছেন সামলোচনা। এতকিছুর মাঝে সানা জাবেদের পরিচয় নিয়ে অনেকের কৌতুহল জন্মেছে?
তাহলে জেনে নেওয়া যাক কে এই সানা জাবেদ?
সানা জাবেদ একজন পাকিস্তানি অভিনেত্রী। বয়স ৩০। যিনি নিজেও দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। পাকিস্তানের উর্দু ভাষার টেলিভিশনের পরিচিত মুখ সানা। ২০১২ সালে পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘শের-ই-জাত’ দিয়ে মিডিয়া জগতে অভিষেক হয় তার। পরিচিতি পাওয়ার পর বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেন। তার মাঝে ‘খানি’, ‘রুশওয়াই’ এবং ‘ডাঙ্ক’ অন্যতম। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘সুকুন’-এ।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘খানি’তে অভিনয় করে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিলেনও সানা। এ ছাড়া অভিনয়ে প্রশংসার পাশাপাশি সহ শিল্পীকে ‘দুই টাকার শিল্পী’ বলে সমালোচিতও হয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে আট মিলিয়ন। বিয়ের ঘোষণার পর ইনস্টাগ্রামে নিজের নাম বদলে ‘সানা শোয়েব মালিক’ দিয়েছেন এই পাকিস্তানি অভিনেত্রী।
শোয়েবের আগে সানা বিয়ে করেছেন পাকিস্তানের গায়ক ও গীতিকার উমাইর জসওয়ালকে। ২০২০ সালে সেই বিয়ের পর সংবাদমাধ্যম সিয়াসত ডেইলি জানিয়েছিল, বিয়ের কিছুদিন পরই দুজনে আলাদা বসবাস শুরু করেন। জসওয়ালের সঙ্গে বিচ্ছেদের পর সানা ঘর বাধলেন শোয়েব মালিকের সঙ্গে।