ইতিহাস গড়ে এশিয়ান কাপের শেষ ষোলোয় ফিলিস্তিন
ফের ফুটবল উৎসবে মেতেছে মেসিদের বিশ্বজয়ের মঞ্চ কাতার। মধ্যপ্রাচ্যের দেশটিতে চলছে এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। যে টুর্নামেন্টে এবার ইতিহাস গড়ল যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। টানা তৃতীয় বারের মতো অংশ নিলেও প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে দেশটি।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ফিলিস্তিনের হয়ে জোড়া গোল করেন ওদায় দাবাগ। ম্যাচের ১২ ও ৬০তম মিনিটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবারের হেড থেকে।
এশিয়ান কাপে এটি ফিলিস্তিনের প্রথম জয়। দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই দাপুটে ফুটবল খেলেছে ফিলিস্তিন। ম্যাচে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে ১৯টি শটের বিপরীতে সাতটি লক্ষ্যে রাখে তারা।
গ্রুপ সি থেকে তৃতীয় হয়ে পরের পর্ব নিশ্চিত করেছে ফিলিস্তিন। তিন ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ফিলিস্তিনের পয়েন্ট ৪। এই গ্রুপে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের পর্বে গেছে ইরান। আর দ্বিতীয় হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের পয়েন্টও অবশ্য ফিলিস্তিনের মতোই ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে ছিল তারা।
এশিয়ান কাপের চলমান আসর ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস নিয়ে চীনের কঠোর বিধিনিষেধের কারণে তা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে আয়োজক হিসেবে কাতারকে বেছে নেওয়া হয়।