সুপার সিক্সের আশায় আগে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা
জিতলেই বিশ্বকাপের সুপার সিক্স। হারলে পড়তে হবে সমীকরণের দোটানায়। এমন সমীকরণকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের যুবাদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
যুব বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও, আয়ারল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে কক্ষপথে ফিরেছেন রাব্বি-শিবলিরা। তাই চোখ এখন কোয়ার্টার ফাইনালে।
বাংলাদেশের বর্তমান ফর্ম বিবেচেনায় যুক্তরাষ্ট্র বড় কোনো হুমকি নয় যুবাদের জন্য। শক্তি-সামর্থ্যে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। তা ছাড়া, আয়ারল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে যুক্তরাষ্ট্র। গড়তে পারেনি ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা। তবে, বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি হালকাভাবে দেখছেন না প্রতিপক্ষকে।
ম্যাচের আগে এক ভিডিওবার্তায় গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাব্বি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলে। ওদের হালকাভাবে দেখার কিছু নেই। আমরা ওদের সমীহ করছি। কীভাবে নিজেদের খেলায় উন্নতি করা যায় সেটি ভাবছি।’
দলের সবাই ভালো খেললেও উন্নতির আরও অনেক জায়গা রয়েছে বলে মনে করেন রাব্বি। সেটিই যেন ভিডিওবার্তায় সতীর্থদের মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
রাব্বি বলেন, ’সবাই ভালো খেলছে। তবে, আরও উন্নতি করতে হবে। ২০/৩০ রানের ইনিংসগুলোকে বড় করার চেষ্টা করতে হবে। বোলিং ও ফিল্ডিংয়েওিআরও উন্নতি করা প্রয়োজন।’
বাংলাদেশ স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।
যুক্তরাষ্ট্র স্কোয়াড: আমোঘ আরেপল্লী, রায়ান ভাগানি, আরিয়ান বাত্রা, খুশ ভালালা, প্রণনভ চেট্টিপালায়ম, আর্য গর্গ, সিদ্ধার্থ কাপা, ভব্য মেহতা, অরিন নাদকার্নি, মানব নায়ক, পার্থ প্যাটেল, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অতেন্দ্র সুবেন্দ্র, আর্যমান সুরি।