বার্সার কোচ হওয়ার গুজবে ‘বিরক্ত’ আর্সেনাল কোচ
ফুটবল ক্লাব বার্সেলোনার সময়টা ভালো কাটছে না। ক্রমাগত ব্যর্থতায় ঠিক বার্সাসুলভ ছন্দের দেখা পাচ্ছে না ভক্তরা। রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হার, কদিন আগে ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলের পরাজয়—সবমিলিয়ে বার্সাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না মাঠে।
দলের এমন ব্যর্থতায় কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হার্নান্দেজ। এক সময় বার্সার মধ্যমাঠে ফুটবলার জাভির যে দাপট ছিল, ডাগআউটে তার সিকিভাগও নেই চলতি মৌসুমে। জাভিও তাই জানিয়ে দিয়েছেন, কাতালানদের ডাক আউটে মৌসুম শেষে আর দাঁড়াবেন না।
জাভি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর সম্ভাব্য কোচ হিসেবে অনেকের কথাই সামনে এসেছে। সবচেয়ে বেশি আসা নামটি মিকেল আর্তেতা। স্পেনের বয়সভিত্তিক দল ও বার্সার ‘বি’ দলে খেলা আর্তেতা খেলোয়াড় হিসেবে দাপিয়ে বেড়িয়েছিলেন আর্সেনাল, এভারটন, রিয়াল সোসিয়েদাদ।
খেলোয়াড়ি জীবন শেষে ৪১ বছর বয়সী এই তারকা তিন বছর ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারি কোচ। ২০১৯ সালে দায়িত্ব নেন আর্সেনাল কোচের। সম্প্রতি বার্সার কোচ হিসেবে বারবার তার নাম উচ্চারিত হওয়া নিয়ে আর্তেতা নিজেই বিরক্ত। জানান, কারও ব্যাপারে কিছু বলার আগে ভাবা উচিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন মতে আর্তেতা বলেন, ‘আমি জানি না এই গুজব কোথা থেকে ছড়ালো। এটি একবারে মিথ্যে একটি সংবাদ। এর কোনো সূত্র নেই। আমি খুবই বিরক্ত এতে। তা ছাড়া, আমি আর্সেনালে যথেষ্ট সুখেই আছি।’