নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হাসান-টিপু জুটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/01/haasaan-ttipu-chbi.jpg)
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন এনটিভির স্পেশাল করেসপনডেন্ট হাসান মাহমুদ গুরু ও এলজিআরডির জনসংযোগ কর্মকর্তা মোকাররম টিপু জুটি। রানার্সআপ হয়েছেন দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জাফর ইকবাল ও ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম জুটি।
রাজধানীর পান্থকুঞ্জ পার্কে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ১৫টি জুটি অংশ নেয়। টুর্নামেন্ট উপলক্ষে পার্ক প্রাঙ্গণে আয়োজন করা হয় শীতকালীন নৈশভোজের। এছাড়া ছিল সদস্য ও আগত অতিথিদের জন্য র্যাফল ড্র’র ব্যবস্থা।
সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আসাদুজ্জামান। পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনায় উপভোগ করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যরা।