সাবিনা-সানজিদারা আমাদের অনুপ্রেরণা : আফিদা খন্দকার
অনেক নাটকীয়তার পর সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ-ভারত। যে ম্যাচের ফলাফল নিয়ে ছিল উৎকণ্ঠা, অভিযোগ। ম্যাচ শেষে গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকারও জানান, এভাবে জিততে চাননি তারা।
যৌথ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ আসরে দলগতভাবে চমৎকার খেলেছে। যৌথ চ্যাম্পিয়ন হলেও আসরে অপরাজিত থেকেছে বাংলার মেয়েরা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফিদা। ফুটবল নিয়ে তার নিজের স্বপ্ন জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে বড়দের সাফ জিততে চাই। সুযোগ পেলে খেলতে চাই দেশের বাইরের লিগে।’
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আফিদা বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় দলের হয়ে সাফ শিরোপা জেতা। ইচ্ছে আছে, দেশের বাইরের লিগে খেলার। যদি সুযোগ পাই, অবশ্যই খেলব। সাবিনা আপু, সানজিদা আপুরা এখন কলকাতায় খেলছেন, তাদের মতো বাইরেও দেশের প্রতিনিধিত্ব করতে চাই।’
এর আগে আলোচনা, সমালোচনা, নাটকীয়তা কিংবা রোমাঞ্চ, কী ছিল না সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ম্যাচ কমিশনারের ভুলে ভারত শিরোপা জিতলেও তার স্থায়িত্ব ছিল মাত্র ত্রিশ মিনিট। ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের পর চূড়ান্ত ফলাফলের জন্য প্রায় দুই ঘণ্টার অপেক্ষা। নানা নাটকীয়তার পর শেষমেশ বাংলাদেশ-ভারত দুই দলইকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।