সাফজয়ী পাঁচ ফুটবলারকে বিকেএসপির সম্মাননা
টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়া নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) টুর্নামেন্টসেরা ঋতুপর্ণা চাকমা, ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তি, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও মোসাম্মাৎ সাগরিকাকে গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংবর্ধনা দিয়েছে বিকেএসপি। সাফজয়ী এই পাঁচ ফুটবলারই বিকেএসপির শিক্ষার্থী।
এই পাঁচ নারী ফুটবলারকে ২৫ হাজার টাকা করে পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।
এদিন, বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিকেএসপি লাল দল। ফাইনালে বিকেএসপি লাল দল ৩-০ গোলে বিকেএসপি সবুজ দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধেই লাল দল প্রধান্য বিস্তার করে খেলে ৩ গোলে এগিয়ে যায়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা, টুর্নামেন্টে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় স্বাগতিক দলকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরার আসন নিজেদের করে নেন সাবিনা-তহুরারা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পরপরই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের জন্য ১ কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন। সেই অর্থ তাদের হাতে তুলেও দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটি তাদের প্রথম সভায় সাফজয়ী দলের জন্য দেড় কোটি টাকার বোনাস ঘোষণা করে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়।