বাংলাদেশেই হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ
সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের নারীরা এগিয়ে গেছে অনেকটা পথ। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও দারুণ করছেন নারীরা। সেই হিসেবে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আগামী আসর নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ।
২০২৫ এর ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশে অনুষ্ঠেয় সেই আসরকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রস্তুতি নিচ্ছিল। নিজেদের মানসিকভাবে প্রস্তুত করছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আগামী বছরের শিডিউল নতুন করে সাজাচ্ছে। ফলে, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে না আসরটি।
ফেব্রুয়ারির বদলে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসবে আগামী জুলাইয়ে। আয়োজক হিসেবে অবশ্য বাংলাদেশই থাকছে। সাফের কম্পিটিশন কমিটির এক সভায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ থেকে ১১ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হবে তরুণীদের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা।
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজক হওয়ার পর ভেন্যু হিসেবে বাফুফে বেছে নিয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামকে। স্টেডিয়াম দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তবে, চলমান সংস্কার কাজ ফেব্রুয়ারিতে শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। টুর্নামেন্ট চার মাস পেছানোয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেটি আয়োজন করা নিয়ে আশাবাদী বাফুফে।