চাকরি হারিয়ে ‘গোপন কথা’ ফাঁস করবেন হাফিজ!
পাকিস্তান ক্রিকেট দল যেমন ক্রিকেটে’আনপ্রেডিক্টেবল’, তেমনি দেশটির ক্রিকেট বোর্ডও তেমন। কে কখন কোন দায়িত্ব পায়, কখন কার চাকরি যায়, বলা মুশকিল। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর বড় রদবদল আসে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। বোর্ড পরিচালকের দায়িত্ব দেওয়া হয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে।
চার বছরের জন্য দায়িত্ব পেলেও মাত্র দুই মাসের মাথায় পদ হারাতে হয় হাফিজকে। নতুন চেয়ারম্যান হিসেবে গত সপ্তাহে দায়িত্ব পান সৈয়দ মহসিন নাকভি। পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা নাকভি পিসিবির ৩৭তম চেয়ারম্যান। দায়িত্ব পাওয়ার পর হাফিজকে অপসারণ করা হয়।
হাফিজও কম যান না। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পদ হারানোর পর একটি পোস্ট করেন তিনি। হাফিজ জানান, পাকিস্তান ক্রিকেটের ব্যর্থ হওয়ার পেছনের কথা ক্রমান্বয়ে তুলে ধরবেন। সবাই যেন তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে।
এক্সে দেওয়া পোস্টে হাফিজ বলেন, ‘গৌরব ও একনিষ্ঠতার সঙ্গে সবসময় পাকিস্তান ক্রিকেটের প্রতিনিধিত্ব করে এসেছি। পাকিস্তান ক্রিকেটকে সবসময়ই প্রাধান্য দিয়ে এসেছি। যখন ডিরেক্টর হিসেবে নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি সাদরে গ্রহণ করেছি। কিন্তু, দুৎখজনকভাবে চার বছরের জায়গায় দু মাসেই আমি আর সেখানে নেই। আমি থাকাকালীন অনেক কিছুই দেখেছি। পাকিস্তানের ক্রিকেট ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণই আছে। আমি সেগুলো একে একে জানাব আপনাদের। আমার সঙ্গেই থাকুন।’