আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হাফিজ
তিন বছর আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। কয়েক বছর ধরে শুধু খেলে গেছেন সীমিত ওভারের ক্রিকেটে। এবার সেটা থেকেও অবসরের সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এ পাকিস্তানি তারকা ক্রিকেটার।
কদিন আগেই দেশের হয়ে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন হাফিজ। কিন্তু, বিশ্বকাপ শেষ হতেই তাঁর উপলব্ধি—এবার বিদায় নেওয়ার সময় হয়েছে। তরুণদের সুযোগ দিতে আসেননি বাংলাদেশ সফরেও। এবার একেবারেই সরে দাঁড়ালেন।
পাকিস্তান সময় আজ সোমবার আনুষ্ঠানিকভাবে লাহোরে অবস্থিত পিসিবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার।
অবশ্য জাতীয় দলকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে যাবেন হাফিজ। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন বলা হয়, আসন্ন পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন হাফিজ।
ওয়েবসাইটটি খবর অনুযায়ী অবসরের ঘোষণা দিয়ে হাফিজ বলেন, ‘আজ আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিতে চাই। ১৮ বছর আগে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে শুরু হওয়া সুন্দর যাত্রা থেকে বিদায় নিতে চাই। আমি অত্যন্ত গর্বের সঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছি। আমি আমার ১৮ বছর ধরে যা খেলেছি তা আমি মর্যাদার সঙ্গে খেলেছি এবং পাকিস্তানের পতাকা উঁচু করার চেষ্টা করেছি।’
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৩৯২ ম্যাচ খেলেছেন হাফিজ। এ সময়ে মোট রান করেছেন ১২ হাজার ৭৮৯। সেইসঙ্গে বল হাতে ডানহাতি অফ স্পিনে নিয়েছেন ২৫৩ উইকেট। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তাঁর। এরপর টেস্ট খেলেছেন ৫৫টি। ওয়ানডেতে খেলেছেন ২১৮টি ম্যাচ। আর ২০ ওভারের ক্রিকেটে খেলেছেন ১১৯টি ম্যাচ।
হাফিজ খেলেছেন তিনটি ওয়ানডে বিশ্বকাপ ও ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তানের হয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছেন। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ম্যাচটিই তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল।