ভারত-পাকিস্তানের সমঝোতা, হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
দীর্ঘ নাটকের অবসান হতে চললো বলে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য ঝুলে ছিল পাকিস্তান ও ভারতের জেদের কারণে। দুটি দেশ অনঢ় ছিল নিজেদের সিদ্ধান্তে। এমনকি আইসিসির শেষ কয়েকটি সভায় একসঙ্গে যোগ দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পেন্ডুলামের মতো দুলতে থাকা টুর্নামেন্টে এসেছে স্বস্তি। ভার্চুয়াল সভায় আলোচনা শেষে পিসিবি ও বিসিসিআই রাজি হয়েছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে, ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল হবে মরুর দেশে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে বেশ কিছু বিষয়ে। আগের শর্ত মতে, ২০২৬ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যদি সেমিফাইনালে না ওঠে, তাহলে সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ দুটি হতে পারে পাকিস্তানেই।
১৯৯৬ সালের পর বৈশ্বিক কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ভারতের বাধায় তা নিয়ে জল কম ঘোলা হয়নি। পাকিস্তানকে অবশ্য একটা দিকে ছাড় দিতে হয়েছে। হিসেব অনুযায়ী, আরব আমিরাতে ম্যাচ অনুষ্ঠিত হলে তার ক্ষতিপূরণ পেত পাকিস্তান। তবে, এখন আর সেটি পাবে না। পাকিস্তানের দেওয়া শর্তের মধ্যে একটি ছিল—আগামী বছর ভারত অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের জন্য বিকল্প ভেন্যু ব্যবস্থা করা। সেই ব্যাপারে আপাতত কোনো আলোচনা হয়নি।