ভাষাশহীদদের স্মরণে সাকিব-তামিমদের শ্রদ্ধা
ভাষার জন্য জীবন দিয়েছেন এমন ঘটনা পৃথিবীতে বিরল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালিরা ঘটিয়েছিল এমন ঘটনা। প্রতি বছর এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাকিব-তামিমদের মতো ক্রিকেটাররা।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’
দেশসেরা ব্যাটার তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি...আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
মুশফিকুর রহিম ভাষাশহীদের স্মরণ করেছেন এভাবে, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোন ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যেই সকল ভাষা শহীদেরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
তিন ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য শুধু গ্রাফিক্যাল ইমেজ পোস্ট করেই শ্রদ্ধা জানিয়েছেন। তাতে লেখা, ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙালির হৃদয়।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘১৯৫২ সালে শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’