কবে কখন বিপিএলের প্লে-অফ
দেখতে দেখতে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব। নিশ্চিত হয়েছে প্লে-অফের চার দল। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স— এই চার দল খেলবে প্লে-অফ। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ পর্ব।
দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ হবে প্লে-অফে। নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের প্রথম দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। জিতলে সরাসরি ফাইনাল। হারলে সুযোগ থাকবে আরেকটি ম্যাচ খেলার। তৃতীয় ও চতুর্থ দল অংশ নেবে এলিমিনেটর ম্যাচে। হারলে বাদ, জিতলে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গে ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল খেলবে ফাইনাল।
২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। একই দিন এলিমিনেটরে লড়বে বরিশাল ও চট্টগ্রাম। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল এবং এলিমিনেটরের বিজয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ২৮ ফেব্রুয়ারি। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পবিত্র শবে বরাতের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ছিল এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ এর ম্যাচ। সূচি পরিবর্তিত হয়ে ২৫ ফেব্রুয়ারির ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। পরের দিনকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
তবে, ফাইনালের দিনক্ষণ অপরিবর্তিতই আছে। বিপিএল ২০২৪ এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ।