আহসান মঞ্জিলে বিপিএল ফাইনালের ফটোশ্যুট
ফাইনালের মধ্য দিয়ে বিপিএলের দশম আসরের পর্দা নামছে শুক্রবার। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে ইতিহাস ঐতিহ্যের ধারক আহসান মঞ্জিলে হয়ে গেল ফাইনালের ফটোশ্যুট। যদিও তামিম কিংবা লিটন; দুই অধিনায়কের কেউই ছিলেন না এই ফটোশ্যুটে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকার পাশে আহসান মঞ্জিলে হয় এই ফটোসেশন। লিটন-তামিমের বদলে দল থেকে এসেছেন দুই প্রতিনিধি। বরিশালের হয়ে এসেছে মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার হয়ে এসেছেন জাকের আলি অনিক।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সামনে রেখে নিজেদের প্রস্তুত করেছে কুমিল্লা ও বরিশাল। এর আগে চারবার শিরোপা জিতেছে কুমিল্লা। তবে দুইবার ফাইনাল খেলেও বিপিএলে শ্রেষ্ঠত্বের স্বাদ পায়নি বরিশাল। সেই অপূর্ণতা ঘুচিয়ে প্রথমবারে মতো বিপিএল শিরোপা ঘরে তুলতে চায় তারাও। ২০২১-২২ মৌসুমের ফাইনালেও দেখা হয়েছিল এই দুই দলের। শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার পালা। যেখানে শেষ হাসি হেসেছিল গোমতী পাড়ের অঞ্চলটি।