ফাইনাল জেতানো ইয়ারজানের হাতেই গোল্ডেন গ্লাভস
ইয়ারজান বেগম—আজকের আগে নামটা হয়তো অপরিচিতই ছিল অনেকের কাছে। আজকের পর সবাই চিনেছে তেমনটি নয়, তবে ইয়ারজান বার্তা দিয়ে রাখলেন তাকে যেন চিনে রাখা হয়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল সাফ শিরোপা জিতেছে, এটি এতক্ষণে কারও অজানা নয়। রোমাঞ্চকর ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারানো ম্যাচে জয়ের মূল কারিগর ইয়ারজান।
নেপালের কাঠমান্ডুতে আজ রোববার (১০ মার্চ) বাংলার কিশোরীরা ভারতকে রীতিমতো চেপে ধরে। ভাগ্য সহায় না হওয়ায় নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হয়। তবে, ম্যাচ টাইব্রেক পর্যন্ত যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ইয়ারজান। ম্যাচে ভারতীয় ফরোয়ার্ড আনুশকা কুমারিয়ার বিপজ্জনক কয়েকটি শট ঠেকিয়ে অক্ষত রাখেন বাংলাদেশের তেকাঠি।
ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করলেও পরের পুরোটা সময় নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন। পুরো আসরেই চমৎকার খেলা ইয়ারজান ফাইনালে দেখালেন নিজের সেরা পারফরম্যান্স। টাইব্রেকে ভারতের তিনটি শট ঠেকিয়ে তিনিই হয়ে ওঠেন মধ্যমণি।
ভারতের শেষ শটটা সোজা ইয়ারজান বেগমের গ্লাভসে। পেনাল্টি স্পট থেকে গোলবার পর্যন্ত বল যাওয়ার পথটুকুতে প্রার্থনায় ছিল বাংলাদেশ গোলরক্ষকের গ্লাভজোড়া। সেটি বিফলে যেতে দেননি ইয়ারজান। গোটা ম্যাচে, টাইব্রেকে দলের ত্রাতা হওয়া গোলরক্ষক শেষ আঁচড়টাও দিলেন নিজের গ্লাভস দিয়ে। আনন্দে কাঁদল ইয়ারজান, আর শিরোপা জয়ের উল্লাসে মাতল বাংলার কিশোরীরা। এমন অনবদ্য পারফর্ম করার পর টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস ওঠে ইয়ারজানের হাতেই।