ব্যাটিং ব্যর্থতায় অল্পেই গুটিয়ে গেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিল নারী ক্রিকেটাররা। তবে, সিরিজ বাঁচানোর ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা গেল না। ব্যাটারদের ব্যর্থতায় অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ।
আজ রোববার (২৪ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৭ রান তোলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সোফি মলিনিক্স।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার ফারজানা হক ও সোবহানা মোস্তারি মিলে ১৭ রানের জুটি গড়েন। তবে, এরপরই ছন্দপতন। সোবহানার বিদায়ের পর একে একে সাজঘরের পথ ধরেন মুরশিদা-নিগার সুলতানারা। সবমিলিয়ে মাত্র ৫৬ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর লেজের সারির ব্যাটারদের চেষ্টায় কোনোমতে দলীয় স্কোর শতরানের কাছে নিয়ে যায় বাংলাদেশ।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলের বিপক্ষে সহজ জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীদের দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়ায় নিগার সুলতানা জ্যোতির দল মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায়। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।