আইপিএলে পরের ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে সংশয়
আইপিএলের মাঝপথেই জরুরি কাজে বাংলাদেশে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই মূলত দেশে ফেরেন তিনি। কাজ শেষ করে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচেই যোগ দেওয়ার কথা তার। তবে, সেই ম্যাচের আগে ফিজকে নিয়ে দুশ্চিন্তায় দলটি।
আজ বুধবার (৩ এপ্রিল) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আগামী ম্যাচে এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে আছে সংশয়। কারণ, প্রথমে ধারণা করা হয়েছিল, ৪ এপ্রিল ভিসার কাজ শেষ করে রাতেই ভারত যাবেন তিনি। কারণ, পরের দিন ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংসের। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হায়দরাবাদের বিপক্ষে ধোনিরা নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে।
অন্যদিকে, কেবলই চট্টগ্রামে টেস্ট শেষ করেছে বাংলাদেশের খেলোয়াড়রা। সেখান থেকে দলের সকলেই আসবেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টারে। ধারণা করা হচ্ছে, পুরো কাজ সুষ্ঠুভাবে শেষ করতে গিয়ে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচটাই মিস করতে যাচ্ছেন দ্য ফিজ। আর তেমনটা হলে হয়ত মুস্তাফিজকে ছাড়াই হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামতে হবে চেন্নাইকে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকায় এসেছেন চেন্নাই সুপার কিংসের এই পেসার। যদি মুস্তাফিজ আগামী ম্যাচে খেলতে না পারেন তাহলে চেন্নাই একাদশে সুযোগ পেতে পারেন রহস্যময় লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা।