সেলফি নিতে আসা কিশোরীর উন্মাদনায় অবাক মেসি
প্রিয় তারকাকে এক নজর দেখা, তাকে একটু ছুঁয়ে দেখার বাসনা, তার সঙ্গে ছবি তুলতে পারা—এসব নিয়ে ভাবে না এমন ভক্ত কমই পাওয়া যাবে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্ষেত্রে যা আরও বেশি। মেসি মানেই ভক্তদের উন্মাদনা আর পাগলামির শেষ নেই।
মেজর লিগ সকারে রোববার (৭ এপ্রিল) আরও একবার ভক্তের পাগলামির সাক্ষী হলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। ম্যাচ শেষে মেসির পেছন থেকে বেসে আসে মেসি মেসি চিৎকার। তার সঙ্গে ছবি তুলতে এক কিশোরী ভক্ত বিজ্ঞাপনের বোর্ড টপকে ছুটে আসেন।
সেই ভক্তের পরনে ছিল মায়ামির জার্সি। পেছন থেকে হুট করে এসে দাঁড়িয়ে সেলফি নিয়ে নেয় সে। ভ্যাবাচ্যাকা খেয়ে মেসিও তাকান ক্যামেরার দিকে। খানিক বাদে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসে। তবে, মেসি তাদের মানা করেন কোনো অ্যাকশন না নিতে।
হাসিমুখে ভক্তের সঙ্গে ছবি তোলার অসংখ্য গল্প আছে মেসির। তবে, এবারের ছবির গল্প যেন ছাড়িয়েছে আগের সব রোমাঞ্চকে। ক্ষুদে জাদুকর নিজেও যে রীতিমতো অবাক বনে যান কিশোরীর পাগলামি দেখে।