মুস্তাফিজ ইস্যুতে ইউনুসের কথাকে ‘হাস্যকর’ বললেন সালাউদ্দিন
‘আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তার শেখার সময় শেষ। বরং, মুস্তাফিজের কাছ থেকে সেখানকার অনেক প্লেয়াররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ নেই। লাভ তাদের যারা মুস্তাফিজের কাছ থেকে শিখছে।’— মুস্তাফিজুর রহমানকে নিয়ে আজ বুধবার (১৭ এপ্রিল) এমন বক্তব্যই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
মূলত, আইপিএলে মুস্তাফিজের খেলার কেন প্রয়োজন নেই সেটি বুঝিয়েছেন ইউনুস। তবে, তার এই বক্তব্যকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সালাউদ্দিন জানান, এর চেয়ে হাস্যকর জোকস তিনি শোনেননি কখনও।
নিজের অ্যাকাউন্টে বাংলাদেশের অভিজ্ঞ এই কোচ লেখেন, ‘এরচেয়ে ভালো কিছু আশা করিনি। কী দুর্দান্ত ভাবনা! আমার জীবনে শোনা সেরা জোকস এটি। আল্লাহ মাফ করো।’
চলতি আইপিএলের মুস্তাফিজের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। এরপর আরও চারটি ম্যাচ খেলে এখন পর্যন্ত তার ঝুলিতে মোট ১০ উইকেট। বিসিবি থেকে তাকে ১ মে পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হয়েছে। সুযোগ পেলে এ সময়ের মধ্যে চেন্নাইয়ের জার্সিতে আরও চারটি ম্যাচ খেলবেন কাটার মাস্টার।