সিলেটে ম্যাচ চলাকালে বিসিবি কর্মকর্তার মৃত্যু

গত মার্চে মাঠে হার্ট অ্যাটাক করেছিলেন তামিম ইকবাল। তাকে নিয়ে শঙ্কায় পড়েছিল সবাই। শঙ্কার কালো মেঘ সরিয়ে তামিম ফিরেছেন সুস্থ হয়ে। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালে তামিমের পর অসুস্থ হয়েছিলেন একজন আম্পায়ারও।
তবে, সবকিছু ছাপিয়ে গেছে আজ বুধবারের (২৩ এপ্রিল) ঘটনা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা মো. ইকরাম চৌধুরী মারা গেছেন ম্যাচ চলাকালীন।
জানা যায়, হার্ট অ্যাটাক করেন তিনি। দায়িত্ব পালনরত অবস্থায় ম্যাসিভ হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় আল হারমাইন হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।