প্রস্তাব পেয়েও আইপিএলে যেতে পারেননি শরিফুল
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির নাম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে তিনিই মাতাচ্ছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তবে, মুস্তাফিজের পাশাপাশি আইপিএলে খেলার সুযোগ ছিল আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামেরও। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি না পাওয়ায় চলমান আসরে খেলতে যেতে পারেননি শরিফুল।
আইপিএল খেলতে শরিফুলকে প্রস্তুাব দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। দলটি পুরো আসরের জন্যই চেয়েছিল শরিফুলকে। কিন্তু এক মাসের চেয়ে বেশি সময় তিনি বিসিবি থেকে ছুটি পেতেন না। যার কারণে আইপিএলেও খেলা হয়নি তরুণ এই পেসারের।
আইপিএলের মাঝপথে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের। ঘরের মাঠে আগামী ৩ মে থেকে শুরু হবে সিরিজ। তার আগে, দেশে ফিরতে হচ্ছে চেন্নাইয়ে খেলা মুস্তাফিজকেও। শরিফুল যদি খেলতে যেতেন তাকেও ফিরতে হতো জিম্বাবুয়ে সিরিজের আগে। তাই, আর আইপিএলেই খেলা হলো না তার।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের শরিফুল বলেছেন, ‘লখনৌ থেকে আমাকে মেসেজ দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল, যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি ফুল এনওসি দিত বিসিবি, তাহলে হতো। কিন্তু আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটা চিন্তা করে এনওসি ওভাবে দেওয়া হয়েছিল।’
এবার না পারলে ভবিষ্যতে টুর্নামেন্টটি খেলার স্বপ্ন দেখছেন তরুণ এই পেসার। তার কথায়, ‘ইচ্ছে তো আছে, সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশাআল্লাহ একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে, ইচ্ছেও আছে, সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’