গরম ঠেকাতে বিসিবির ভিন্ন পদক্ষেপ
গ্রীষ্মের তীব্রপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বন্ধ সরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। খুব প্রয়োজন ছাড়া বাইরে কমই বের হচ্ছে জনসাধারণ। গরমের হাত থেকে বাঁচতে নানা দিকে সচেতনতা জোরদার করছে অনেকে।
এমন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) মিলে আয়োজন করেছে একটি কর্মশালা। গরমে অসুস্থতা প্রতিরোধে করণীয়—শীর্ষক কর্মশালাটির যৌথ আয়োজক ছিল এআইইউবির পাবলিক হেলথ বিভাগ।
বিসিবির অডিওভিজুয়াল কক্ষে আজ বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হয় এই কর্মশালা। বিসিবির পক্ষ থেকে বোর্ড পরিচালক, মিডিয়া ম্যানেজারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি খেলোয়াড়দের হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।
গরমের এমন তীব্রতার মধ্যেই আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ষোষিত হয়েছে দলের প্রস্তুতি পর্বের স্কোয়াড। ১৭ জন ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগামী ২৬ এপ্রিল শুরু হয়ে অনুশীলন চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
এর আগে তীব্র গরমেই ভিন্ন কায়দায় এবারের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে শান্ত-শরিফুলদের প্রস্তুতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন সকালে ক্রিকেটারদের দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। ২০, ৪০ ও ১৬০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা।
সিরিজকে সামনে রেখে বাংলাদেশে এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বালাদেশ দলের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদও ঢাকায় পৌঁছেছেন গত ২২ এপ্রিল। বিসিবিতে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অংশ নেন দলের মিটিংয়ে। যেখানে উপস্থিত ছিলেন হাথুরুসিংহে।