দেড় বছরের অপেক্ষা শেষে জাতীয় দলে সাইফউদ্দিন
চোটের কারণে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও জাতীয় দলে ডাক মিলছিল না। অপেক্ষার অবসান ঘটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরলেন এই ২৭ বছর বয়সী ক্রিকেটার।
গতকাল রোববার (২৮ এপ্রিল) পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়ে ১৮ মাস পর বাংলাদেশ দলে ফিরলেন সাইফউদ্দিন। শেষবার খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রাই-সিরিজ ম্যাচে। এরপর পড়েন চোটে।
সেই চোট কাটিয়ে চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাটে-বলে পারফর্ম করে জাতীয় দলের মঞ্চটা প্রস্তুত করেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে এই পেসারকে নিয়ে বেশ আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
এদিকে, চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুরকে যদিও এই স্কোয়াডে রাখা হয়নি বর্তমানে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানকে। আর প্রথমবারের মত টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। এছাড়াও দলে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন। চোটের কারণে নেই সৌম্য সরকার। আর ছুটিতে থাকায় দলের বাইরে আছেন সাকিব আল হাসান।
প্রথম তিন ম্যাচের বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।