ক্যাচ মিস রোগের কারণ জানেন না শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হারের কারণ কি? যে কেউ এক কথায় উত্তর দেবে ‘ক্যাচ মিস’। প্রথম ইনিংসে একের পর এক ক্যাচ মিসের মাশুল টেস্ট হেরে গিয়েছে বাংলাদেশ। কেন এত ক্যাচ মিস? এত অনুশীলন করার পরও ম্যাচে কেন সুযোগ হাতছাড়া করছে ক্রিকেটাররা। এই ক্যাচ মিস রোগের কোনো উত্তর দিতে পারেননি অধিনায়ক শান্ত।
আজ বুধবার (৩ এপ্রিল) ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে ক্যাচ মিস প্রসঙ্গে অধিনায়ক শান্তর জবাব, ‘কেন হয়েছে এটার কোনো উত্তর নেই। ফিল্ডিংয়ের ব্যাপারে বলব যে সবাই যথেষ্ট অনুশীলন করে সবাই অনুশীলনে প্রত্যেকটা ক্যাচও ধরে। কেন হয়েছে এটার অ্যান্সার নাই কিন্তু প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারি নাই। প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমতো প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা ধরতে পারিনি।'
সাগরিকায় শেষমেশ ১৯২ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩১৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এই ইনিংসে মাঠে নামার আগে পাঁচটি ইনিংসে দুইশই পার করতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের আগে যা বেশ দুশ্চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের জন্য।