যে কারণে ভারতের বিশ্বকাপ দলে নেই রিংকু
গত আইপিএল থেকেই রিংকু সিংকে নিয়ে কম আলোচনা হয়নি। ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই তরুণ। পরে জায়গা পেয়ে যান ভারতীয় জাতীয় দলেও। এমনকি এবারের আইপিএলেও চলছে রিংকু ঝড়। তাতে স্বাভাবিকভাবেই বিশ্বকাপে তার জায়গা হবে বলে অনেকেই ভেবে রেখেছিলেন।
কিন্তু সেই ভাবনা সত্যি হয়নি। রিংকু নয়, বরং অফ ফর্মে থাকা হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপ দলে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পান্ডিয়া চলতি আইপিএলে চরম দুর্দশায় আছেন। তার দলও আছে তলানির দিকে। পরিস্থিতি যখন এই তখন তার বিশ্বকাপ দলে জায়গা হবে না বলেই ভেবেছিল ভক্তরা।
কিন্তু সেই পান্ডিয়া শুধু জায়গাই পাননি, আসন্ন বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়কও তিনি। অথচ দলে নেই রিংকু সিং। এই ব্যাপারটি নিয়েই বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘অনেক আলোচনার পরে নেওয়া হয়েছে হার্দিককে। তিনি বলেন, ‘হার্দিককে নিয়ে অনেক আলোচনা হয়েছে। বেশ কয়েক জন ওকে নেওয়া নিয়ে বিরোধিতা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার জোরে জায়গা পেয়েছে হার্দিক। বাকি কারও জায়গা নিয়ে এত আলোচনা হয়নি।’
এ ছাড়া হার্দিক ও শিবম দুবে জায়গা পাওয়ায় বাদ পড়তে হয়েছ রিংকুকে। ওই কর্মকর্তা বলেছে, ‘হার্দিক, শিবাম ও রিংকুর মধ্যে কোনও দু’জন জায়গা পেত। শেষ পর্যন্ত অভিজ্ঞতা কম থাকায় বাদ পড়েছে রিংকু। ওর বাদ পড়া দুর্ভাগ্যজনক।’
বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছে ভারত। আগামী ২ জুন থেকে শুরু বিশ্বকাপের মেগা ইভেন্ট। ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়ারল্যান্ডের বিপক্ষে, ৫ জুন।
ভারতের ১৫ জনের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবাম দুবে, রবিন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, মোহম্মদ সিরাজ।