চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতার খেলোয়াড়দের প্রতিক্রিয়া
ভক্তদের ১০ বছরের অপেক্ষা অবশেষে ফুরিয়েছে। ২০১৪ সালের পর ফের আইপিএলের শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। মেগা ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপার স্বাদ পায় কলকাতা। এমন দাপুটে জয়ের পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়ছেন কলকাতার ক্রিকেটাররা। এক নজরে জেনে নেওয়া যাক কোন ক্রিকেটার কি বলেছেন।
রহমানউল্লাহ গুরবাজ : ‘আমার মা বাড়ি থেকে খেলাটা দেখেছে। সে এখন ভালো আছে। আমি ম্যাচের আগে মাকে জিজ্ঞেস করেছিলাম, তার কিছু লাগবে কি না। সে বলেছে আমি শুধু জয় চাই। সল্ট যখন খেলছিল, আমার মনে হয়েছিল হয়তো আমি একাদশে সুযোগ পাব না। তবে, যেহেতু এটা লম্বা একটা টুর্নামেন্ট, তাই নিজেকে প্রস্তুত রেখেছিলাম। এবং সুযোগ পেয়ে কাজে লাগাতে পেরে ভালো লাগছে।’
ভৈবব অরোরা : ‘আমার কাজ ছিল নতুন বলে উইকেট নেওয়া। এরপর বাকি কাজটা স্পিনাররাই করেছে। তাই আজকে লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে উইকেট নেওয়া। যেটা আমি ভালোভাবেই করতে পেরেছি। অসাধারণ লাগছে।’
রিঙ্কু সিংহ : ‘আমার সাত বছরের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। শেষমেশ আমি ট্রফি উচিয়ে ধরার সুযোগ পেয়েছি। আমি আমার দল ও গৌতম গম্ভীর স্যারকে নিয়ে গর্বিত। এটা সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল।’
ভেঙ্কটেশ আইয়ার : ‘সত্যি বলতে আমি খুবই খুশি। অভিষেক নাইয়ারকে আমি অভিনন্দন জানাই। কিছু অবদান থাকে যা আমাদের নজর এড়িয়ে যায়। আমি তাকে নিয়ে একটাই কথা বলতে চাই যে, সে আসলে যা করেছে আমাদের দলের জন্য সেটা কথায় বলে প্রকাশ করা কঠিন। এই শিরোপা ভক্তদের জন্য, যারা ১০ বছর ধরে অপেক্ষা করেছে।’
আন্দ্রে রাসেল : ‘এটা অনুভূতি প্রকাশ করার মতন নয়। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি খুশি এই কারণে যে, আমরা সবাই একটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছি। আমি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দিতে চাই। তারা আমার জন্য অনেক করেছেন। আমাদের সবার পক্ষ থেকে এটা তাদের জন্য বড় এক উপহার।’